বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন

নিজামুল হক বিপুল

সরকারের শেষ সময়ে মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তন হচ্ছে। গত কয়েক মাসে জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসন ক্যাডারের ১৮ ও ২০ ব্যাচের কর্মকর্তাদের। সর্বশেষ গত রবিবার যে ১০ জন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন তারা ২০ ও ২১ ব্যাচের কর্মকর্তা। আগামী কয়েক দিনে আরও বেশ কয়েকটি জেলায় জেলা প্রশাসক পদে নতুন কর্মকর্তাদের দেখা যাবে। বয়সে তরুণ, মেধাবী, দক্ষ এবং সরকারের উন্নয়ন কাজের প্রতি অঙ্গীকারাবদ্ধ কর্মকর্তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা সরকারের উন্নয়ন কাজ প্রচারে ঢিলেঢালা মনোভাব দেখিয়েছেন, যাদের কর্মকাণ্ডে সরকার বিব্রত হয়েছে এমন কর্মকর্তাদের মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী সাধারণ নির্বাচনের আগে মাঠ প্রশাসন ঢেলে সাজাতে সরকার জেলা পর্যায়ে ব্যাপক পরিবর্তন এনেছে। এরই অংশ হিসেবে গত কয়েক মাসে অন্তত ৪০টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে ভূমিকা রাখবেন এমন কর্মকর্তাদের পছন্দের তালিকায় রেখে নিয়োগ দিলেও গত কয়েক মাসে নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ জন ডিসির ভূমিকা নিয়ে মাঠ পর্যায়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, ভুল তথ্যের ভিত্তিতে একাধিক মন্ত্রী ও সিনিয়র সচিবের সুপারিশের ভিত্তিতে তাদের পদায়ন করা হয়েছিল। তাই, নতুন করে ডিসি নিয়োগের ক্ষেত্রে সরকার বিষয়টি গুরুতর দৃষ্টিতে বিবেচনায় নিচ্ছে। সূত্র জানায়, ডিসি হিসেবে নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা সরকারের উন্নয়ন কাজ এবং সফলতা জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন ইতিমধ্যে তাদের চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে এবং তাদের জায়গায় প্রশাসন ক্যাডারের ২০ ও ২১ ব্যাচের অপেক্ষাকৃত তরুণ কর্মকর্তাদের ওইসব জেলায় পদায়নের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে কয়েকজনকে প্রত্যাহারও করা হয়েছে। আগামী সপ্তাহে আরও অন্তত ১০টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। আগামী নির্বাচনের আগে মাঠ প্রশাসনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিসিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি বিবেচনায় রেখেই এমন পরিবর্তন আনা হচ্ছে। জেলা প্রশাসক পদে পদায়ন করা ছাড়াও মাঠ প্রশাসনের আরেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তার পদেও তরুণ ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর