বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেতাল ট্রাক চাপায় প্রাণ গেল পাঁচজনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো সিএনজি অটোরিকশার ওপর পড়লে সিএনজি যাত্রীসহ ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায়। এ সময় আহত হয়েছে আরও দুজন পথচারী। নিহতরা হলেন— সিএনজি অটোরিকশা চালক শাহ আলম (৪০), দিদারুল আলম (৩৫), কামরুল (৪৫), মোশারফ (২৬) এবং মহিউদ্দিন (৬০)। আহতরা হলেন— অটোযাত্রী দুই সহোদর লিটন (২৫) ও সোহেল (২২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল উপজেলার ঠাকুরদীঘি বাজারের সামনে ভোরে এ ঘটনা ঘটে বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টিপু। তিনি বলেন, ভোরে চলন্ত একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার ওপর পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যায়।

মিরসরাই দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর পড়লে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। যে জায়গায় ট্রাকটি পড়েছে সেটি একটি অটো স্ট্যান্ড। ভোরে চালকরা বসে সেখানে আড্ডা দিচ্ছিলেন। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর