বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

বাংলাদেশ থেকে যাচ্ছে না, মাছ সংকটে ত্রিপুরা

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধের ফলে মত্স্য সঙ্কটে পড়েছে ত্রিপুরা। মাছের আকাল লেগেছে স্থানীয় বাজারগুলোতে। গত ২০ দিন ধরেই প্রতিবেশী দেশটি থেকে এই মাছ আমদানি বন্ধ রয়েছে বলে জানা গেছে।

সোমবার ত্রিপুরা রাজ্যের কাস্টমস বিভাগের এক কর্মকর্তা নাম না জানানোর শর্তে জানান ‘কিছু অর্থনৈতিক সমস্যার কারণে গত ৫ সেপ্টেম্বর ২২ লাখ রুপি মূল্যের ১০ হাজার কিলোগ্রাম মাছ নষ্ট হয়ে যায়। ওই ঘটনার পর বাংলাদেশি রপ্তানিকারীরা ত্রিপুরায় মাছ রপ্তানি বন্ধ করে দেয়। সময়মতো ওই মাছগুলো ট্রাক থেকে খালাস না করার কারণেই ওই বিশাল অর্থের মাছ নষ্ট হয়ে যায়।’  ওই কর্মকর্তা আরও জানান ‘সীমান্ত পারাপারের সময় বাংলাদেশি রপ্তানিকারকরা নিরাপত্তা চায়।’ বিষয়টি মিটিয়ে ফেলতে আগামী বুধবার ভারত ও বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীরাই নিজেদের মধ্যে বৈঠকে বসতে পারেন বলেও জানান তিনি। আগরতলা-আখাউড়া সুসংহত চেক পোস্ট দিয়ে দৈনিক গড়ে প্রায় ১৪ থেকে ১৫ হাজার কিলোগ্রাম মাছ বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসে পৌঁছয়। যার মধ্যে সুস্বাদু ইলিশ ছাড়াও রয়েছে ভেটকি, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ। এক মাছ ব্যবসায়ী জানান বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ থাকার ফলে গত প্রায় ২০ দিন ধরে পণ্য লোডিং ও আনলোডিং-এর কাজে যুক্ত প্রায় ২০০’এর অধিক শ্রমিক ও পরিবহন কর্মী কর্মহীন হয়ে পড়েছেন।

সর্বশেষ খবর