শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি আটক ৫

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তার মধ্যে একজন অভিভাবকও রয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঢাবি শিক্ষার্থী সাদমান ও ভর্তি পরীক্ষার্থী হৃদয় জামান।

ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আটকরা ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে যুক্ত। দেহ তল্লাশির মাধ্যমে কর্তব্যরত শিক্ষকরা তাদের কাছ থেকে ডিভাইস উদ্ধার করেন। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।’ এ বছর ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৬। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর