শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

মেহেরপুর, দিনাজপুর ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গতকাল পাঁচজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

মেহেরপুর : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কায় সিমেন্ট বোঝাই ট্রাকের চালক সুমন মৃধা (৪৪) নিহত হয়েছেন। গতকাল সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালকের সহকারী শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন। নিহত ট্রাকচালক সুমন মৃধার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিন্দারিয়া গ্রামে। বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাবলু মিয়া বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সুমন মৃধার মৃত্যু হয়। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও সহকারী শামীম হোসেনকে উদ্ধার করে। গুরুতর আহত শামীমকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের সহকারী শামীম ট্রাকটি চালাচ্ছিলেন বলে ধারণা পুলিশের। ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা এবং গতকাল সকাল পৌন ৭টার দিকে ভাঙ্গার হামিরদী ও চান্দ্রা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার হামেরদী বাজার এলাকায় সড়কের বাম পাশে একটি বিকল ট্রাক আগে থেকে দাঁড়ানো ছিল। রাত আড়াইটার দিকে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী তিন চাকার যন্ত্র যান মাহেন্দ্র দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে পেছনের দিক থেকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ওই মাহেন্দ্রর দুই যাত্রী ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাই ইউনিয়নের চর আড়িয়াল খাঁ গ্রামের মৃত আমিন মুন্সীর ছেলে মনিরুল মুন্সী (৭২) ও ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের রায়নগর গ্রামের আইউব আলীর মেয়ে রোজিনা বেগম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় মাহেন্দ্রর আরও তিন যাত্রী আহত হন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহফুজার রহমান বলেন, মাহেন্দ্র চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আরও জানান, গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের কলাতলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা ভ্যানকে পেছনের দিক থেকে কাঠালবাড়ীগামী একটি লোকাল বাস ধাক্কা দিলে ভ্যানচালক ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বাসিন্দা সেকেন্দার শেখের ছেলে মজিবর শেখ (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে নির্মাণাধীন রাস্তার পাশে গাছের সঙ্গে রোলারের ধাক্কায় চালক মো. হুমায়ুন কবির (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির জেলার বিরল উপজেলার স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা সহকারী প্রকৌশলী রমজান আলী। বিরামপুর থানার ওসি (তদন্ত) রইছ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সর্বশেষ খবর