শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফিলিপাইনে মাদকযুদ্ধে এক মাসেই নিহত ৪৪৪

প্রতিদিন ডেস্ক

ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে শুধু আগস্ট মাসেই ৪৪৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন। সূত্র : ডয়েসে ভেলে। 

দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, ২০১৬ সালে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮৫৪ জন নিহত হয়েছেন। ফিলিপাইন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি পিডিইএ জানিয়েছে, যে মাদক ব্যবসায়ীরা পুলিশকে বাধা দিয়েছে, কেবল তাদের প্রতিই পুলিশ গুলি চালিয়েছে। সংস্থা আরও  জানায়, এই অভিযানে দুই বছরে গ্রেফতার করা হয়েছে দেড় লাখেরও বেশি মানুষকে। এ সময় অন্তত ১২টি মাদক তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। ২২৩টি মাদকের আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে জব্দ হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ২৪ বিলিয়ন ফিলিপিনো পেসো বা প্রায় সাড়ে চারশ মিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ খবর