শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হাসিবুল হোসেন ঘোষ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর কর্ণহার থানার পাকুড়া আফি নেপালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে র‌্যাব। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

তিনি দামকুড়াহাট থানার সোনাইকান্দি গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে। গতকার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এসব তথ্য জানায়। র‌্যাব জানায়, রাজশাহী র‌্যাবের একটি টহলদল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর কর্ণহার থানার পাকুড়া আফি নেপালপাড়া গ্রামের হাবিবুর রহমান ইদুর আমবাগানে টর্চ লাইটের আলো ফেলে। এ সময় বাগানে র‌্যাব সদস্যরা কিছু লোকের আনাগোনা দেখতে পান। টহলদল তাদের দিকে গেলে কিছু লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলির পর ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অন্যরা পালিয়ে যান। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের দুজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৭৮ বোতল ফেনসিডিলসহ তাদের ব্যবহূত বেশকিছু মালামাল জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর