শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

রাহাত খান, বরিশাল

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

মৌসুমের শেষ সময়ে এসে দক্ষিণ বঙ্গের নদ-নদীতে এবং সাগর মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে। প্রাণ ফিরে এসেছে দেশের সর্ববৃহৎ পাইকারি ইলিশ বাজার বরিশালের পোর্ট রোড ইলিশ মোকামে। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দামও। এতে খুশি ক্রেতা-ভোক্তারা।

ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় আগামী ৬ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে সরকারি নিষেধাজ্ঞা শুরুর আগ পর্যন্ত এভাবে ইলিশ ধরা পড়বে বলে আভাস দিয়েছেন মত্স্য বিশেষজ্ঞরা। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে গতকাল দেড় থেকে দুই হাজার মণ বিভিন্ন ইলিশ এসেছে। এর আগে বৃহস্পতিবার ১ হাজার ৬০০ মণ, বুধবার ২ হাজার ২০০ মণ এবং মঙ্গলবার এসেছিল ১ হাজার ৪০০ মণ ইলিশ। গতকাল পোর্ট রোড মোকামে দেড় কেজি সাইজের প্রতি মণ ইলিশ পাইকারি বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ হাজার টাকায়, কেজি সাইজের প্রতি মণ ৪২ হাজার, রপ্তানিযোগ্য এলসি সাইজ (৬০০ থেকে ৯০০ গ্রাম) ২৬ থেকে ২৭ হাজার, ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ভ্যালকা সাইজ প্রতি মণ ১৬ থেকে ১৭ হাজার, ২৫০ গ্রাম থেকে ৪০০ গ্রাম ওজনের গোটলা সাইজ প্রতি মণ ১৪ হাজার এবং জাটকা সাইজের প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকায়। সরবরাহ বাড়লে আগামী কয়েক দিনে ইলিশের দাম আরও কমতে পারে বলে আভাস দিয়েছেন আড়তদাররা। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ার পাশাপাশি দাম কমে যাওয়ায় ক্রেতা-ভোক্তারা খুশি। বরিশাল জেলা মত্স্য অধিদফতরের ইলিশ কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত ছয় মাস ইলিশের প্রকৃত মৌসুম। এ বছরের মৌসুমের শুরু থেকে ইলিশের আকাল থাকলেও শেষ সময়ে এসে সাগর মোহনায় ধরা পড়তে শুরু করেছে প্রচুর পরিমাণ ইলিশ। অন্যান্য বছরের চেয়ে এবার মৌসুমের শেষভাগে তুলনামূলক বেশি ইলিশ ধরা পড়ছে এবং নিষেধাজ্ঞা শুরুর আগ পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বরিশাল জেলা মত্স্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, এ বছর মৌসুমের পুরো সময়টাই ইলিশের আকাল ছিল। মৌসুমের শেষ সময়ে এমন সময়ে ইলিশ ধরা পড়তে শুরু করেছে, যখন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ঘনিয়ে আসছে। মাত্র কয়েক দিনের ইলিশে জেলে এবং আড়তদারদের পুরো মৌসুমের ক্ষতিপূরণ সম্ভব হবে না।

সর্বশেষ খবর