রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল প্রতারণা অনলাইন শপের

মির্জা মেহেদী তমাল

ডিজিটাল প্রতারণা অনলাইন শপের

গাজীপুরের মিতু নামের এক গৃহবধূ একটি অনলাইন কোম্পানির ফেসবুকে দেওয়া বাচ্চাদের খেলার জন্য সুদৃশ্য কিটি মোবাইল ফোন অর্ডার করেন। অর্ডার করার সময় মেসেজে জানানো হয়, আমরা ‘ক্যাশ অন ডেলিভারি করি না’ আগে টাকা পাঠাতে হবে। ওই নারী তাদের ইনবক্সে দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠান। কয়েক দিন কেটে গেলে পণ্যটি কুরিয়ারে পাঠানো হয়েছে কি না জানতে চান। প্রতিউত্তরে মেসেজে কোম্পানিটি জানায়, পণ্যটি পাঠানো হয়েছে। কিন্তু ওই নারী পণ্যটি হাতে পাননি জানালে তাকে ব্লক করে দেওয়া হয়। ভুক্তভোগী ওই নারী জানান, এরা ইনবক্সে অর্ডার নেয়। ইনবক্সে একটি বিকাশ নম্বর দেয়। তাদের ফেসবুক পেইজে কোনো নম্বর নেই। তিনি বলেন, আমি টাকা পাঠানোর পর তাদের একবার নক করলে জানায়, পণ্যটি কুরিয়ারে পাঠিয়েছে। কিন্তু পরে আবার নক করলে আমাকে ব্লক করে দেওয়া হয়। আমার ধারণা, এভাবে তারা ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে আমার মতোই প্রতারণা করে আসছে। ইমপোর্টেড প্রোডাক্টস ইন বাংলাদেশ নামের ওই প্রতিষ্ঠানের ফেসবুক             পেইজ ঘেঁটে দেখা যায়, কোথাও তাদের ফোন নম্বর দেওয়া নেই। পণ্যের ছবি নিচে আগ্রহীরা ক্রয় করার আগ্রহ দেখালে তাদের ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়েছে। পুরো ফ্যানপেইজজুড়ে পণ্যের ছবি দেওয়া রয়েছে। সঙ্গে মূল্য যুক্ত রয়েছে। ঠিক একইভাবে গাজীপুরের বাসিন্দা ওই নারী ইনবক্সে যোগাযোগ করে প্রতারিত হয়েছেন। নারায়ণগঞ্জের এক নারী ৫ হাজার টাকার পণ্যের অর্ডার করে প্রতারিত হয়েছেন। এ রকম আরও অনেক প্রতারণার ঘটনা ঘটেছে। আমিন হক নামের একটি আইডি থেকে ওই প্রতিষ্ঠানের নামে প্রতারণাও করছে। জানা গেছে, ওই প্রতিষ্ঠানের নাম দেখিয়ে অনেক ফেইক আইডি থেকে বিভিন্ন গ্রুপে পণ্যের প্রচার করা হয়। অনেকেই আগ্রহী হয়ে ওঠে এবং বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে ব্লক লিস্টে চলে যায়। অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগ শুধু ইমপোর্টেড প্রেডাক্টস ইন বাংলাদেশ নামের এই অনলাইন ভিত্তিক ‘বাণিজ্যিক’ প্রতিষ্ঠানের বিরুদ্ধেই নয়। এ ধরনের বহু অনলাইন শপ রয়েছে ফেসবুকের মেসেজে অর্ডার করতে গিয়ে আগে পেমেন্ট নিয়ে নেয়, এরপর তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। পেমেন্ট করার পর গ্রাহককে ব্লক করা দেওয়া হয়।

সর্বশেষ খবর