রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝিনাইদহ-কক্সবাজারে বন্দুকযুদ্ধ, উদ্ধার দুই লাশ

প্রতিদিন ডেস্ক

কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশ গতকাল দুজনের লাশ উদ্ধার করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে মিনি শফি নামে এক ডাকাতের লাশ ঝিনাইদহ থেকে এবং শামসুল আলম মার্কিন নামে এক মাদক ব্যবসায়ীর লাশ কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

ঝিনাইদহ : ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ শফিউদ্দিন ওরফে মিনি শফি (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত। গতকাল ভোররাতে বংকিরা গ্রামের বেলতলায় নিজেদের মধ্যে গোলাগুলিতে সে নিহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও রামদা  উদ্ধার করেছে। নিহত ব্যক্তি একই উপজেলার চোরকোল গ্রামের সুবারেক মোল্লার ছেলে। পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ভোরের দিকে  দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় শফি ওরফে মিনি শফি নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, দুটি তাজা হাত বোমা ও দুটি রামদা উদ্ধার করে। নিহত মিনি শফি ঝিনাইদহ বংকিরা গ্রামের চাঞ্চল্যকর সেনা সদস্য সাইফুল হত্যা মামলার অন্যতম আসামি এবং তার বিরুদ্ধে সদর থানায় আরও ৩টি ডাকাতি মামলা রয়েছে। কক্সবাজার : কক্সবাজার শহরের কলাতলী পাহাড়ী এলাকা থেকে শামসুল আলম মার্কিন নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্র জানায়, শামসুল মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কাটাপাহাড় এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ লাশ এবং  একটি দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মার্কিন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত মৌলভী আলী আহমদের ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। কি কারণে কারা তাকে হত্যা করেছে- পুলিশ তা খতিয়ে দেখছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর