মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় ঐক্যের মানববন্ধন ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

অহিংস পদ্ধতিতে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে সরকারকে দাবি পূরণে বাধ্য করবে জাতীয় ঐক্য প্রক্রিয়া। এরই অংশ হিসেবে ৭ অক্টোবর রাজধানীতে মানববন্ধন করবে এই প্লাটফর্ম। গতকাল সকালে জাতীয় ঐক্য প্রক্রিয়ার ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ অব্যাহত রাখবে। নাগরিক অধিকারের আওতায় অহিংস পদ্ধতিতে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে সরকারকে দাবি পূরণে বাধ্য করবে। এ লক্ষ্য অর্জনে ৭ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল ৪টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাতীয় ঐক্য প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে সরকার কোনো উদ্যোগ নেয়নি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

সর্বশেষ খবর