মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খাদ্য মজুদ ১৬ লাখ টন

১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি

নিজামুল হক বিপুল

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশে চলতি অর্থবছরে খাদ্যের মজুদ সবচেয়ে বেশি। গতকাল পর্যন্ত মজুদের পরিমাণ ১৬ লাখ ২৯ হাজার ৬১৮ মেট্রিক টন। যার মধ্যে চালের পরিমাণ হচ্ছে ১৩ লাখ ৯০ হাজার ১২৪ মেট্রিক টন এবং গমের পরিমাণ চার লাখ ৬৮ হাজার ১৩৪ মেট্রিক টন। এই মজুদ গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। আর এবারের বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের হার শতভাগ। আগামী বোরো মৌসুম পর্যন্ত দেশে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে সরকারকে বাইরে থেকে চাল আমদানি করতে হবে না। বরং আমদানির জন্য যে অর্থ বরাদ্দ রয়েছে সেখান থেকে চার লাখ টন চাল অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করেছে খাদ্য অধিদফতর। খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব মো. আরিফুর রহমান অপু বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, আশা করছি খাদ্যের যে মজুদ গড়ে উঠেছে কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে আমাদেরকে এ বছর আর খাদ্যশস্য আমদানি করতে হবে না। আগামী বোরো ফসল কৃষকের ঘরে ওঠা পর্যন্ত সরকারি সবকটি খাদ্য গুদামেই পর্যাপ্ত চাল মজুদ থাকবে। খাদ্য অধিদফতর সূত্র জানায়, গত বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে চাল আমদানির লক্ষ্যমাত্রা ছিল ১০ লাখ মেট্রিক টন। কিন্তু এই চাল সংগ্রহের পর অতিরিক্ত আরও চার লাখ মেট্রিক টন চাল অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করেছে সরকার। যার ফলে বর্তমানে খাদ্যের মজুদ গত ১০ বছরের চেয়ে সবচেয়ে বেশি। গত বছর এই সময়ে সরকারের গুদামে চাল ও গম মিলিয়ে মজুদের পরিমাণ ছিল মাত্র চার লাখ ৬৮ হাজার ১৩৪ মেট্রিক টন। বর্তমানে এই মজুদের পরিমাণ গত বছরের চার গুণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর