মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

যৌন হয়রানি, শিক্ষককে পেটাল ছাত্রীরা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি করায় সহকারী ইংরেজি শিক্ষককে পিটিয়ে  আহত করেছে ছাত্রীরা। তারা ওই শিক্ষকসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করে। গতকাল সকালে ছাত্রীরা ক্লাস বর্জন করে এ আন্দোলন শুরু করে। পরে ভ্রাম্যমাণ আদালত এসে সহকারী শিক্ষক সাঈদুর রহমান বাবুলকে ইভ টিজিংয়ের দায়ে এক বছরের কারাদণ্ড দেয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্লাসের ছাত্রীদের অশালীন মন্তব্য ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন সহকারী ইংরেজি শিক্ষক সাঈদুর রহমান বাবুল। রবিবার নবম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক কুপ্রস্তাব দেন। ছাত্রীরা প্রধান শিক্ষককে বিষয়টি জানান। কিন্তু প্রধান শিক্ষক মামুন তালুকদার অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ছাত্রীদের স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে কাগজে স্বাক্ষর নেন। স্কুল ছুটি শেষে ছাত্রীরা তাদের অভিভাবকদের বিষয়টি জানালে গতকাল সকালে অফিসকক্ষে সাঈদুর রহমান বাবুলকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রী ও অভিভাবকরা। পরে ছাত্রী ও অভিভাবকরা বাবুলকে বেদম পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে আহত শিক্ষককে তাদের হেফাজতে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষক বাবুল কালিহাতী উপজেলার পারখী গ্রামের আবদুল মান্নানের ছেলে। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই সাঈদুর রহমান বাবুল তাদের বিভিন্নভাবে কুপ্রস্তাব ও অশালীন মন্তব্য করে আসছিলেন। বিষয়টি একাধিকবার প্রধান শিক্ষককে জানানোর পরও তিনি ব্যবস্থা নেননি। রবিবার সকালে তারা ক্লাসে এলে প্রধান শিক্ষক এসে তাদের স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে বাবুলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে স্বাক্ষর নেন। গতকাল সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদার জানান, তিনি কোনো ছাত্রীর কাছ থেকে স্বাক্ষর নেননি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বাবুলকে বরখাস্ত করা হয়েছে। তাকে পুলিশে দেওয়া হয়েছে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, জড়িত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ‘ইভ টিজিংয়ের দায়ে শিক্ষক বাবুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কোনো অভিভাবক যদি তার বিরুদ্ধে মামলা করেন তাহলে পরবর্তীতে তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর