বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তরুণ প্রজন্মই সত্যিকারের চেঞ্জমেকার

ডেইলি সান এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আয়োজিত অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্মই সত্যিকারের চেঞ্জমেকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ শিক্ষিত প্রজন্মই সমাজের সত্যিকারের চেঞ্জমেকার। তারাই ভবিষ্যতে বিশ্বকে গড়ে তুলবে। তবে পরিবর্তনটা যাতে সবসময়ই ইতিবাচক এবং মানব জাতির কল্যাণের জন্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ডস’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলে ২০১৭-২০১৮ সালের একাডেমিক সেশনে অনন্য কৃতিত্ব অর্জনকারী ৬৫৫ শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শিরীন শারমিন চৌধুরী বলেন, মেধাবীদের স্বীকৃতি নতুন মেধাবী তৈরি ও সমৃদ্ধ জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে। শিক্ষা কার্যক্রম বেগবান ও মেধাবীদের মূল্যায়নের জন্য এ ধরনের সম্মাননা অনুপ্রেরণার সোপান হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু কারিকুলামে অন্তর্ভুক্ত বিষয়ে নয় এর পাশাপাশি জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, শরণার্থী সমস্যা, জলবায়ুর কারণে সৃষ্ট উদ্বাস্তু সমস্যা সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। কেননা জ্ঞানই শক্তি। জ্ঞান অর্জনের জন্য শিক্ষা জীবনই উত্কৃষ্ট সময়। এ সময়কে কাজে লাগিয়ে নব প্রত্যুষে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান। স্পিকার বলেন, বর্তমান বিশ্বে তিনিই গুরুত্বপূর্ণ যার কাছে সঠিক তথ্য রয়েছে কেননা সঠিক তথ্য কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ডাবলু ইউ বি) এবং ডেইলি সান আয়োজিত এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ‘ও’ লেভেল থেকে আবেদনকারী মোট ৬০২ শিক্ষার্থীর মধ্যে যারা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কমপক্ষে সাতটি ‘এ’ পেয়েছেন এবং ‘এ’ লেভেল থেকে আবেদনকারী মোট ৫৩ জনের মধ্যে যারা কমপক্ষে তিনটিতে ‘এ’ পেয়েছেন তাদেরই নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেককে একটি পদক এবং একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর