বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
জামায়াত নেতা ছিনতাই

আওয়ামী লীগ নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আটকের পর হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে জোরপূর্বক উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার রাতে উল্লাপাড়া থানার উপপরিদর্শক রিপন কুমার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকাসহ ৭৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ রাতে বিশেষ অভিযান চালিয়ে চরপাড়া গ্রাম থেকে ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে আটক করেছে। তবে ছিনিয়ে নেওয়া জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আটককৃতরা হলো— উপজেলার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি চরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬), সোলাইমান আলীর ছেলে আফজাল হোসেন (৩৬), মৃত বাহাদুর আলীর ছেলে আবদুল মজিদ (৪৬) ও একই গ্রামের গোলাম মওলার ছেলে খায়রুল ইসলাম (২৫) ও তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৩৫)। এদিকে গ্রেফতার আতঙ্কে চরপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ জানান, আটককৃতরা প্রত্যেকেই এজাহারভুক্ত আসামি। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, পুলিশের কাছ থেকে মামলাভুক্ত আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে। পলাতক জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদসহ অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুরে চরপাড়া গ্রামের একটি অনুষ্ঠান থেকে জামায়াত নেতা আলাউদ্দিন আজাদকে উল্লাপাড়া থানার এসআই রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে হ্যান্ডকাফ পরায়। হ্যান্ডকাফ পরাবস্থায় তাকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামায়াত নেতার স্বজন সাইফুল ইসলাম খোকাসহ আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে জামায়াত নেতা আজাদকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যায়।

সর্বশেষ খবর