বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বেসিকের সাবেক কর্মকর্তা শিপারের জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় বেসিক ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদের জামিন  আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করেছে হাই কোর্ট। তার জামিন আবেদনের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন এবং এ কে এম আমিন উদ্দিন। পরে এ কে এম আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় শিপার আহমেদসহ সাতজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর দুদক মামলা করে। এ মামলায় শিপার আহমেদ জামিন আবেদন করলে হাই কোর্ট গত ২৮ ফেব্রুয়ারি রুল জারি করে। সেই রুল খারিজ হওয়ায় এখন তার জামিন আবেদন খারিজ হয়ে গেছে। বেসিকের এ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। তিনি বর্তমানে কারাবন্দী রয়েছেন।

সর্বশেষ খবর