শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শিশুদের স্বপ্ন দেখায় সিসিমপুর

সাংস্কৃতিক প্রতিবেদক

শিশুদের স্বপ্ন দেখায় সিসিমপুর

শিশুদের নতুন নতুন স্বপ্ন দেখাতে আবার শুরু হলো ছোট্টমণিদের পছন্দের অনুষ্ঠান ‘সিসিমপুর-সিজন ১১’। গতকাল বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। সিসিমপুর বিটিভিতে শুক্রবার, শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এবং আরটিভিতে শুক্রবার, সোমবার ও বুধবার প্রচারিত হয়। বাংলাদেশি শিশুদের জন্য অনুষ্ঠানটি নির্মাণ করছে ‘সিসেমি ওয়ার্কশপ’। ২০০৫ সালে ইউএসএআইডি-এর সহায়তায় বাংলাদেশে সিসিমপুরের যাত্রা শুরু হয়। সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আমরা সিসিমপুরের ১১তম সিজনের উদ্বোধন করতে পেরে খুবই আনন্দিত, যা শিশুকে আনন্দের মাধ্যমে শিখতে সাহায্য করবে।  অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডি-এর মিশন ডাইরেক্টর ডেরিক ব্রাউন। সিসিমপুরের বন্ধুদের সাথে মজার মজার গল্প করার জন্য উপস্থিত ছিল সিসিমপুরের টুকটুকি, হালুম, ইকরি ও শিকু। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকার।

সর্বশেষ খবর