শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
ইস্কাটনে জোড়া খুন

এমপিপুত্র রনির রায় ফের পিছিয়েছে

আদালত প্রতিবেদক

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় আওয়ামী লীগের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির রায় আবারও পিছিয়েছে। গতকাল নতুন করে একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের আদেশ দেওয়ায় এ রায় ঘোষণা আটকে যায়। ফলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইমাম ১৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। এর আগে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী জাহিদ হোসেন সরদার ‘রিকল’ আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার নথিতে আসামির মোবাইল কললিস্টের কথা উল্লেখ করা হলেও জব্দ তালিকার অংশ হিসেবে ভুলক্রমে তা আদালতে প্রদর্শনী হিসেবে দাখিল করা হয়নি। এ কারণে নতুন করে তদন্ত কর্মকর্তার জবানবন্দি নেওয়া প্রয়োজন।

এ আবেদন শুনানির সময় বিচারক বলেন, ‘আমি যখন রায় লেখার জন্য মামলার নথিপত্রের প্রতিটি অংশ, পাতা পড়তে যাই, তখন দেখি অনেক আলামত নথিতে নেই। হত্যা মামলায় বেশকিছু আলামত এক্সিবিট (প্রদর্শনী) হয়েছে। অথচ তা নথিতে পাওয়া যায়নি। কেন? কীভাবে এটা হলো? একটা মার্ডার কেসে এটা হবে কেন?’ শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন। ফলে এ মামলার আলামত হিসেবে মোবাইল কললিস্ট প্রদর্শনীর জন্য মামলার তদন্ত কর্মকর্তা দীপক কুমার দাসকে আগামী আদালতে হাজির হতে বলা হয়। এদিকে মামলার রায়ের তারিখ পিছিয়ে যাওয়ার পর গুলিতে নিহত অটোরিকশা চালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম আদালতের বাইরে সাংবাদিকদের সামনে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘রায় নিয়ে কেমন যেন একটা বিষয় হচ্ছে। আসামিকে মনে হয় বাঁচানোর চেষ্টা করছে। আমি সুবিচার চাই, সঠিক রায় চাই।’ মামলাসূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম নিহত হন। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি মামলা করেন। ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে রনিকে আটক করে ডিবি পুলিশ। পরে ঘটনার তদন্ত করে গোয়েন্দা পুলিশ পুলিশ পরিদর্শক দীপক কুমার রনিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ খবর