শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নগরে শরৎ বন্দনা

সাংস্কৃতিক প্রতিবেদক

নগরে শরৎ বন্দনা

পড়ন্ত বয়সে শরৎ। কাশবনে কাশফুলগুলোও প্রায় শুকোবার পথে। দরজায় কড়া নাড়ছে ফসলের ঋতু হেমন্ত। প্রকৃতির বুকে কাশবনের সৌন্দর্য শেষ হওয়ার আগেই নাচে, গানে শরৎ উদযাপন করল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখা। গতকাল সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে অনুষ্ঠিত হয় শরতের এ উৎসব। শুরুতেই ‘আলোর অমল কমলখানি’ ও ‘শরতে আজ কোন অতিথি’ গান দুটি সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন পরিষদের ঢাকা মহানগর শাখার শিল্পীরা। এরপর ‘আমার বেঁধেছি কাশের গুচ্ছ’ ‘দেখো দেখো দেখো শুকতারা’ ‘তোমার মোহন রূপে’ ও ‘কোন খেলা যে খেলবো কখন’ গানগুলো সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান শিল্পীরা। একক কণ্ঠে পার্থ প্রতীম রায় পরিবেশন করেন ‘শিউলি ফুল শিউলি ফুল’, রাজিন মুস্তাফা দিপ্র পরিবেশন করেন ‘আমার রাত পোহালো’, লাইসা আহমেদ লিসা গেয়ে শোনান ‘আমি মেঘ কেটে গেছে’, অভীক দেবের কণ্ঠে গীত হয় ‘শরৎ আলোর কমলবনে’। এ ছাড়া একক কণ্ঠে আরও সংগীত পরিবেশন করেন শুক্লা পাল সেতু, শ্রেয়া ঘোষ, স্বাতী সরকার, অভয়া দত্ত, এ এস এম জাকারিয়া, সেঁজুতি বড়ুয়া, পীযূষ বড়ুয়া, শিল্পী তপন মাহমুদ প্রমুখ।

উৎসবে নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তার দল নৃত্যনন্দন। ‘এই তো তোমার প্রেম’ ও ‘আজ ধানের খেতে’ গান দুটির সম্মেলক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর