শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার চিকিৎসায় প্রস্তুত বঙ্গবন্ধু মেডিকেল

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। তবে কখন তাঁকে হাসপাতালে নিয়ে আসা হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতেই এ-সংক্রান্ত কাগজপত্র পেয়েছে সংশ্লিষ্টরা।

গতকাল সকালে এ বিষয়ে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, ‘হাই কোর্টের নির্দেশনা রাতে আমরা পেয়েছি। খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। তবে কারা কর্তৃপক্ষ কখন তাঁকে আনবে, তা এখনো আমাদের জানানো হয়নি।’ নতুন করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করার বিষয়ে হাসপাতাল পরিচালক বলেন, ‘এখনো নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়নি। তবে আশা করি, দ্রুত নতুন মেডিকেল বোর্ড গঠন করা হবে।’ ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাহাঙ্গীর আলম বলেন, ‘হাই কোর্টের আদেশ বৃহস্পতিবার রাতে পৌঁছেছে। তবে রায় পৌঁছার পর কারাগারের অনেক কাজ রয়েছে। হাসপাতালে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ এ ব্যাপারে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা আদালতের আদেশ বিশেষ বার্তা প্রেরকের মাধ্যমে রাতেই কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারা তা গ্রহণ করেছেন। আশা করি, এ নির্দেশনার আলোকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পরামর্শক্রমে কারা কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।’ বৃহস্পতিবার খালেদা জিয়াকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ও স্বল্প সময়ের মধ্যে নতুন করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এই মেডিকেল বোর্ডে নতুন করে তিনজন চিকিৎসক অন্তর্ভুক্ত করতে বলা হয়। তবে তারা বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাব ও আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাচিপের কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের সদস্য হতে পারবেন না। মেডিকেল বোর্ডের অন্য দুই সদস্য হিসেবে আগের বোর্ডের সদস্য বঙ্গবন্ধু মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবদুল জলিল চৌধুরী ও ডা. বদরুন্নেসাকে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আদেশে আরও বলা হয়, খালেদা জিয়া তাঁর পছন্দমতো ফিজিওথেরাপিস্ট, গাইনোকলজিস্ট ও টেকনোলজিস্ট নিতে পারবেন। এ ছাড়া প্রয়োজনে খালেদা জিয়া মেডিকেল বোর্ডের অনুমতিক্রমে এর বাইরে থেকেও চিকিৎসক আনতে পারবেন।

সর্বশেষ খবর