রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঢাবির সমাবর্তনে তারুণ্যের উচ্ছ্বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবির সমাবর্তনে তারুণ্যের উচ্ছ্বাস

মাথায় কালো হ্যাট আর পরনে গাউন। মুখ ভরা হাসি। সঙ্গে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ। বহুল প্রতীক্ষিত মুহূর্তকে ক্যামেরাবন্দী করতে এমন সাজ আর উচ্ছ্বাসে মগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গ্র্যাজুয়েটরা।

গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের চিত্র এটি। প্রায় একই চিত্র বিরাজ করে পুরো ক্যাম্পাসে। শিক্ষাজীবনের আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্মরণীয় করে রাখতে টিএসসি, কার্জন হল, মল চত্বর, বিভিন্ন হলে ঘুরে ঘুরে ছবি তুলে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। সমাবর্তন উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকাল থেকেই সমাবর্তনস্থলে গ্র্যাজুয়েটরা আসতে শুরু করেন। কেউ কেউ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দল বেঁধে ছবি তোলেন। আবার কেউ কেউ ব্যস্ত ছিলেন সহপাঠীদের সঙ্গে হাসি-ঠাট্টায়। সময়ের সঙ্গে সঙ্গে সমাবর্তন অভিমুখে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাও আসতে শুরু করেন। বেলা ১২টার দিকে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে রাষ্ট্রপতি অতিথিদের নিয়ে মঞ্চে আগমন করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করেন। ১২টা ৫ মিনিটের দিকে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা স্বাগত সংগীত ও নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন অনুষদের ডিন ও কোষাধ্যক্ষ পিএইচডি, এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীদের নাম রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে উপস্থাপন করেন। এতে রাষ্ট্রপতি ৮১ জনকে পিএইচডি, ২৭ জনকে এমফিল এবং ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করেন। পরে তিনি কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক প্রদান করেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের সভাপতিত্বে এতে সমাবর্তন বক্তা ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ প্রমুখ।

সর্বশেষ খবর