রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
মেডিকেলে ভর্তি জালিয়াতি

সোয়া কোটি টাকার চেকসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন— মহিদুল ইসলাম, সারওয়ার হোসেন, সাদ্দাম হোসেন, মাসুদ ও উজ্জ্বল রবি। শুক্রবার বিকাল ৫টা থেকে গতকাল বেলা ১১টা পর্যন্ত ফার্মগেট, মিরপুর, পান্থপথ, কল্যাণপুর এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ চক্রের ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, অভিযানে তাদের কাছ থেকে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার ১২টি চেক জব্দ করা হয়।

গতকাল কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, জালিয়াতি চক্রটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করার কথা বলে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে অগ্রিম চেক ও নগদ টাকা গ্রহণ করে। তারা পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং অভিভাবকদের ভোটার আইডি কার্ড নিজেদের জিম্মায় নেয়। পরে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তারা ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও এ জাতীয় অ্যাপস ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা যায়, তারা বিভিন্ন কোচিং সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট এবং মেডিকেল ডেন্টালসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে থাকে।

সর্বশেষ খবর