রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

২২ দিন ইলিশ ধরা যাবে না

নিজস্ব প্রতিবেদক

ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় আজ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় উপকূল চিহ্নিত ৭ হাজার বর্গ কিলোমিটার ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র ও অন্য এলাকায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে দেশের ৩৭ জেলার নদ-নদী, হাট-বাজার এবং মৎস্য আড়তে বিশেষ অভিযান চালানো হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশসম্পদ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করলে ১ থেকে ২ বছর মেয়াদে জেল কিংবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। একই অপরাধ ২ বার করলে শাস্তি দ্বিগুণ হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর