সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবে না

— ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে অক্টোবর মাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবে না, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, নির্বাচনকালীন সরকার কেবলমাত্র রুটিন দায়িত্ব পালন করবে। আগামী ২৭ জানুয়ারির আগেই হয়তো নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে। গতকাল রাজধানীর উত্তরা আজমপুরে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী গণসংযোগের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার পালাবদল চাইলে নির্বাচনে আসুন। কোনো গুজব সন্ত্রাস ও নালিশ করে লাভ হবে না। শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যারা জাতিসংঘ মহাসচিবের নামে মিথ্যাচার করে ও গুজব সন্ত্রাস চালায়— তাদের হাতে দেশ কখনো নিরাপদ নয়, গণতন্ত্রও নিরাপদ নয়। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে তিনি বলেন, বহুরূপী মওদুদকে কেউ বিশ্বাস করেন না। যে ব্যক্তি মরা লোকের নামে ভুয়া কাগজ করে অন্যের বাড়ি দখল করে, এমন ব্যক্তি দেশের মন্ত্রী হলে দেশবাসী নিরাপদ থাকতে পারেন না। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সাইবার সন্ত্রাস প্রতিহত করতে হবে। অপপ্রচারের জবাব দিতে হবে। আপনারা ইয়াবাকে না বলবেন। সব মাদককে না বলবেন। মনোনয়ন নিয়ে দলীয় কোন্দল বন্ধ করুন। ঘরের ভিতর ঘর, মশারির মধ্যে মশারি চলবে না। শো ডাউন করে, তাফালিং করে মনোনয়ন হবে না। দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সবাইকে কাজ করতে হবে। যারা মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন দলীয় নেত্রী শেখ হাসিনা। তিনি জানান, চলতি মাসের শেষ দিকে মনোনয়র প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। তিনি উল্লেখ করেন, কোনো চাঁদাবাজ ও দখলদারদের ঠাঁই আওয়ামী লীগে হবে না। স্থানীয় জনতার উদ্দেশে তিনি বলেন, যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার কার্যালয়ে নালিশ পাঠাবেন। আমরা ব্যবস্থা নেব। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে এ সময় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম প্রমুখ উপস্থিত ছিলেন। সাত দিনের গণসংযোগ কর্মসূচি আজ শেষ হলেও এটি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান ওবায়দুল কাদের।

সর্বশেষ খবর