সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মহালয়া দেবীপক্ষের সূচনা আজ

নিজস্ব প্রতিবেদক

শিউলি ফোটা শিশিরভেজা শারদ প্রভাতে মৃত্তিকা থেকে অবয়ব পাবে দেবী প্রতিমা। মহালয়ার মধ্য দিয়ে আশ্বিনের সাদা পেজো তুলোর মেঘে ভেসে আসছে দেবী দুর্গার আগমনী বার্তা। দেবীপক্ষের সূচনায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের রোশনাই। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নাম মহালয়া। মহালয়ার ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রভাতে জলদকণ্ঠে চণ্ডীপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটবে। এরপর ঘনঘটার অমাবস্যা তিথিতে প্রাণে দ্যোতনা তুলে ঢাকে পড়বে কাঠি। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি বলেন, আজ মহালয়া উপলক্ষে ভোর ৫টা ৩০ মিনিটে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে চণ্ডীপাঠ এবং আগমনী গানের আয়োজন করা হয়েছে। এ বছর ঢাকায় ২৩৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং সারা দেশে প্রায় ৩১ হাজার মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বনানী মাঠে মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ, দেবীর বন্দনা এবং ভক্তবৃন্দের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। লোকনাথ দিনপঞ্জী অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এ বছর পৃথিবীতে দেবীর আগমন ঘটবে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় এবং ফিরে যাবেন দোলায়। হিন্দু পণ্ডিতরা ঘোড়ায় আগমনকে ঝড়-ঝঞ্ঝা, বৃষ্টির পূর্বাভাস এবং দোলায় গমনে বাতাসের গতি বাড়ার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেন।

সর্বশেষ খবর