সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সড়ক আইন বাতিল চান তারা

কাঞ্চনকে টার্মিনালে অবাঞ্ছিত, লাইসেন্স বিহীন চালকের মুখে ইঞ্জিন অয়েল

নিজস্ব প্রতিবেদক

দেশের সব বাস টার্মিনালে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে পরিবহন শ্রমিকরা। গতকাল রাজধানীর ফুলবাড়িয়া টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশ থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন। সমাবেশে সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা মেনে নিতে সরকারকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় ১৩ অক্টোবর থেকে সারা দেশে লাগাতার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমরাও চেয়েছিলাম সড়ক নিরাপদ হোক। তাই ইলিয়াস কাঞ্চনের সব কর্মসূচির প্রতি পরিবহন সেক্টরের মানুষের সমর্থন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি মালিক-শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নেন। তার পরামর্শেই সড়ক পরিবহন আইনের অনেক ধারায় অপরাধ জামিন অযোগ্য করা হয়েছে। তেমনি চালকদের ফাঁসিরও দাবি জানিয়েছেন। তাই দেশের সব বাস টার্মিনালে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সমাবেশে সড়ক পরিবহন আইনে জামিন অযোগ্য ধারা বাতিলের দাবি জানানো হয়। প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন বিল-২০১৮ সংসদে পাস হয়।

যান চালকদের মুখে পোড়া মবিল মেখে দিলেন শ্রমিকরা : সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনের প্রতিবাদ জানাতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ী-পোস্তগোলা সড়কে ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিকরা যানবাহন থামিয়ে চালকদের মুখে পোড়া মবিল মেখে দিয়েছেন। গতকাল ধোলাইপাড় এলাকায় এ কাণ্ড করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, শ্রমিকরা সড়কে চলাচল করা গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করছেন। যেসব চালকের লাইসেন্স নেই, তাদের মুখে পোড়া মবিল মেখে দিচ্ছেন। যাদের বৈধ লাইসেন্স আছে, তাদের গাড়ি চালানো বন্ধ করে আন্দোলনে নামার জন্য বলপ্রয়োগ করছেন। এ সময়ে কর্মরত একজন সার্জেন্ট বলেন, শ্রমিকরা যা করছেন, সেটা তারা করতে পারেন না। কারও মুখে রং লাগানো, লাইসেন্স চেক করা বা নিজেদের কাছে রাখার আইনি অধিকার তাদের নেই। তবে এ ব্যাপারে ডিএমপি ট্রাফিক পূর্ব বিভাগের ডেমরা জোনের এসি সৈয়দ জিয়াউজ্জামান বলেন, সকালে ধোলাইপাড়ে ২০/৩০ পণ্য পরিবহন শ্রমিকরা গাড়ির কাগজপত্র চেক করছিল। পরে আমরা বিষয়টি জানতে পেরে সেখানে গেলে তারা চলে যান। কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এ সময় আন্দোলনের নেতৃত্ব দেওয়া ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ বলেন, আইনে মৃত্যুদণ্ড এবং ৫ বছরের কারাদণ্ডের বিধান আছে। এই বিধান মাথায় নিয়ে আমরা গাড়ি চালাব কী করে? এই আইন বাতিল করতে হবে। বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। উল্লেখ্য, জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইনের প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গতকাল থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে তারা অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর