বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় শরিকরা আওয়ামী লীগকে ছাড় দিতে নারাজ

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় শরিকরা আওয়ামী লীগকে ছাড় দিতে নারাজ

বগুড়ার সাতটি সংসদীয় আসনে আওয়ামী লীগের পাশাপাশি এর শরিক দলগুলো তাদের প্রার্থী নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে। নিজ নিজ দলের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। শরিক দলগুলো বগুড়ার সাতটি আসনই দাবি করেছে আওয়ামী লীগের কাছে। শরিকদের নিয়ে আওয়ামী লীগ অনেকটাই সংকটে আছে। তবে ২০১৪ সালের নির্বাচনে ভাগাভাগি হওয়া আসনগুলো ছাড় দিতে নারাজ জাতীয় পার্টি ও জাসদ। সব মিলিয়ে চাওয়া পাওয়ার হিসাব মেলাতে এখন কেন্দ্রীয় হাই কমান্ডের দিকে তাকিয়ে আছে স্থানীয় আওয়ামী লীগ ও শরিক দল। জাতীয় পার্টি, জাসদ, জেপি, ওয়ার্কার্স পার্টি ইতিমধ্যেই নিজেদের পছন্দের আসন দাবি করে সম্ভাব্য তালিকা আওয়ামী লীগের কাছে হস্তান্তর করেছে। এতে বগুড়ার সাতটি আসনই শরিকরা দাবি করেছে। গত ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বগুড়া-২ (শিবগঞ্জ) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন দুটি মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। পরের বার ২০১৪ সালে আওয়ামী লীগ বগুড়ার পাঁচটি আসন ছেড়ে দেয় জাতীয় পার্টিকে। আসনগুলো হলো, বগুড়া-২ (শিবগঞ্জ), বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া), বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির তিনজন এবং নির্বাচন করে জাসদের একজন সংসদ সদস্য নির্বাচিত হন। আর এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি বগুড়া জেলার সাতটি আসনই দাবি করেছে। কেন্দ্রীয়ভাবে জাপা যে ১০০ আসন চেয়েছে তার মধ্যে বগুড়া-১ আসনে জি এম বাবু, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ আসনে হাজী নুরুল আমিন বাচ্চু, বগুড়া-৫ আসনে শাহজাহান আলী তালুকদার, বগুড়া-৬ নুরুল ইসলাম ওমর ও বগুড়া-৭ আসনে মুহম্মদ আলতাফ আলীর নাম রয়েছে। জাতীয় পার্টি ছাড়াও বগুড়ায় আরও যেসব দল আসন দাবি করেছে তার মধ্যে জাসদ (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেনের জন্য বগুড়া-৪, ইমদাদুল হক এমদাদের জন্য (বগুড়া-৬), জাসদ (আম্বিয়া) গোলাম মোস্তফার জন্য (বগুড়া-৪), জাতীয় পার্টি (জেপি) আবদুল মজিদ পিন্টুর জন্য (বগুড়া-৭)। বর্তমানে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সরকারদলীয় আবদুল মান্নান ও বগুড়া-৫ আসনে হাবিবর রহমান ও বগুড়া-৪ আসনে জাসদের রেজাউল করিম তানসেন এমপি। অন্য আসনে জাতীয় পার্টির প্রার্থীরা এমপি হিসেবে রয়েছেন। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন জানান, মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছি। মহাজোট থেকে যে সিদ্ধান্ত হবে তাই মেনে নেওয়া হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সালাম বাবু জানান, বগুড়ার সব আসনে জাপার প্রার্থী থাকলে বেশি ভালো হতো। বগুড়া জেলা জাপার সভাপতি ও বগুড়া-২ (সদর) আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ জানান, নির্বাচনে আমরা কীভাবে অংশ নেব এ ব্যাপারে এখনই কিছু বলা যাবে না। এ বিষয়ে কেন্দ্রীয় নেতারাই সিদ্ধান্ত নেবেন। বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু জানান, দেশ ও দলের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নিব। দেশের উন্নয়নে দলের মতামতকে প্রাধান্য দেওয়া হবে।

সর্বশেষ খবর