বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বৈষম্য কমানোয় অগ্রগতি নেই

অক্সফামের প্রতিবেদন

প্রতিদিন ডেস্ক

শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধির ওপর ভর করে সরকার জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অধিকাংশ লক্ষ্য পূরণের আশা করলেও বৈষম্য কমানোর ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতির তেমন কোনো অগ্রগতি না হওয়ার চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে। বিডি নিউজ। ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনালকে সঙ্গে নিয়ে অক্সফাম গতকাল তাদের দ্বিতীয় ‘কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি’ বা সিআরআই সূচক প্রকাশ করেছে। সেখানে ১৫৭টি দেশের মধ্যে বাংলাদেশকে রাখা হয়েছে ১৪৮তম অবস্থানে। গতবছর প্রকাশিত প্রথম সিআরআই সূচকে ১৫২টি দেশের মধ্যেও বাংলাদেশের অবস্থান ১৪৮ নম্বরে ছিল। অর্থাৎ এক বছরে এই সূচকে বাংলাদেশের তেমন কোনো উন্নতি হয়নি। বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে পিছিয়ে আছে দক্ষিণ এশিয়া। আর সূচকে এ অঞ্চলের যে আটটি দেশের তথ্য এসেছে, তাদের মধ্যে বাংলাদেশ আছে ৭ নম্বরে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এডিজি) ১০ নম্বর লক্ষ্য হল দেশের ভিতরে এবং দেশে দেশে আয় ও সম্পদের বৈষম্য কমিয়ে আনা। অক্সফাম বলছে, জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণে কাজ করার অঙ্গীকার করে। আর বৈষম্য কমিয়ে আনতে না পারলে এডিজির প্রথম লক্ষ্য অনুযায়ী দারিদ্র্য দূর করা অসম্ভব। 

সর্বশেষ খবর