শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগে হাফডজন বিএনপিতে তিনজন

মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

আওয়ামী লীগে হাফডজন বিএনপিতে তিনজন

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন আওয়ামী লীগে হাফডজনের বেশি, বিএনপিতে তিনজন এবং জাতীয় পার্টি থেকে দুজন। মনোনয়নপ্রত্যাশীরা ইতিমধ্যে ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরণ করছেন, নানাভাবে নিজেদের পরিচয় ভোটারদের মাঝে তুলে ধরছেন এবং দলীয় প্রতীকের জন্য কেন্দ্রে তদবির চালিয়ে যাচ্ছেন। এ আসনটি সিংগাইর ও হরিরামপুর উপজেলা আর মানিকগঞ্জ সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম ছাড়াও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ, কৃতী ফুটবলার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, কেন্দ্রীয় হকার্স লীগের সভাপতি এস এম জাকারিয়া হামিদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা তারিকুর রহমান চৌধুরী উইলটন, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, হাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মনির হোসেন। অপরদিকে মামলা-মোকদ্দমা মাথায় নিয়ে কৌশলে বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন। তারা হলেন—  সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সিংগাইর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবিদুর রহমান খান নোমান, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী শাতিল। এলাকায় অবস্থান করার কারণে নেতা-কর্মীদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন নোমান। তিনি নিজের মামলা মাথায় নিয়েই মামলায় জর্জরিত নেতা-কর্মীদের সঙ্গে রয়েছেন এবং  তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। তৃণমূলের লোকজন জানান, নোমান সংসদ সদস্য হলে তিনি এলাকায় জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করবেন। জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা হলেন— প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মহাজোটের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল মান্নান ও জাতীয় ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু। রাজনীতি থেকে অবসর নেওয়া সাবেক শিক্ষা উপমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন মহাজোট থেকে মনোনয়ন প্রত্যাশায়  মাঠে নেমেছেন। মহাজোট এবং জাতীয় ঐক্য হলে আওয়ামী লীগ বিএনপিতে মনোনয়ন চিত্র পাল্টে যেতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

সর্বশেষ খবর