শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফুফুর লাশ আনতে গিয়ে নিজেই লাশ

গাইবান্ধা ও সিরাজগঞ্জে দুই চালক নিহত

প্রতিদিন ডেস্ক

ফুফুর লাশ আনতে গিয়ে পটুয়াখালীতে এক যুবক নিজেই লাশ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে গাইবান্ধায় অটোরিকশা ও সিরাজগঞ্জে অটোভ্যান চালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

কলাপাড়া (পটুয়াখালী) : ফুফুর লাশ আনতে গিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মত্স্য ব্যবসায়ী ও ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ (২৮) নিজেই লাশ হয়ে বাড়ি ফিরেছেন। আসাদ ফুফুর লাশবাহী গাড়ির পাশাপাশি মোটরসাইকেলযোগে উপজেলার মহিপুরের উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে এক মহিলা রাস্তা পার হয়। তাকে বাঁচাতে গিয়ে চলন্ত মোটরসাইকেল সড়কের পাশের গাছের ওপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার শেষ বিকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী এলাকার ঘটখালী উশ্যিতলায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আসাদের পরিবার জানায়, পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফুফু সুফিয়া বেগম (৬০) বৃহস্পতিবার বিকালে মারা যায়। তার লাশ নিয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের অপর আরোহী মো. পনু চৌধুরীর (৪৫) অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আবদুর রহমান (৫২) নামে সিএনজিচালক নিহত হয়েছেন। নিহত আবদুর রহমান গোবিন্দগঞ্জ পৌর এলাকার মৃত. নুরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ : ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে মাইক্রোবাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আমজাদ হোসেন (৪০) নামের অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানের দুই যাত্রী। গতকাল সকালে উপজেলার কালিকাপুরে এ ঘটনা ঘটে। নিহত অটোভ্যান চালক আমজাদ হোসেন উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী গ্রামের কাদের আলীর ছেলে।

সর্বশেষ খবর