রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

উপকূলে এখনো ঝড়ের প্রভাব

তিন নম্বর সংকেত, আজও হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহসহ দেশের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের কিছু জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

গতকাল আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বুলেটিনে দেখা যায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে এবং দুর্বল হয়ে লঘুচাপ হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। সারা দেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর