সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
বর্ণাঢ্য পূজামণ্ডপ, আজ ষষ্ঠী

বর্ণিল আলোকচ্ছটায় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক

বর্ণিল আলোকচ্ছটায় দুর্গোৎসব

দেবী দুর্গার মুখমণ্ডলের আদলে তৈরি করা হয়েছে প্রধান ফটক। বর্ণিল আলোর ঝলকানিতে দেবীর প্রতিচ্ছবি ফুটে উঠছে স্বমহিমায়। আলোকসজ্জার শেষ সময়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরা। গতকাল রাজধানীর বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে গিয়ে দেখা যায় এ চিত্র। পূজা কমিটির সভাপতি তপন বণিক বলেন, আমাদের সার্বিক কাজ শেষ হয়েছে। এখন শুধু বাইরের আলোকসজ্জার কিছু কাজ চলছে। অষ্টমী এবং নবমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে আমাদের মন্দিরে। রাজধানীর অন্যান্য পূজা মণ্ডপেও ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে সেজে উঠেছে রাজধানীর অলিগলি-রাজপথ। বোধনের মধ্য দিয়ে আসনে স্থাপন হয়েছে দেবীর প্রতিমা। আজ সকালে ঢাকের তালে ধূপের সুগন্ধে দেবী বন্দনায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকা অনুসারে, আজ সকাল ৯টা ২৫ মিনিটের মধ্যে ষষ্ঠী পূজা সম্পন্ন করবেন পুরোহিতরা। পুরান ঢাকার অলিগলিতে তৈরি করা হয়েছে পূজার প্যান্ডেল। তরুণদের আনন্দ-উৎসাহ চোখে পড়ে সবচেয়ে বেশি। কেউবা পাটকাঠির নকশা লাগাচ্ছে, কেউ শামিয়ানায় পেরেক ঠুকছে। ঢাকের গুড়গুড় বাদ্যের বোলে নাড়ু, মুড়ি মাখানো শেষ করছেন বাড়ির কর্ত্রী। পূজার শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বাড়ির ছোট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পর্যন্ত। পূজা উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলোতে আনা হয়েছে নতুন ডিজাইনের পোশাক। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে জমেছে পূজার কেনাকাটা। অঞ্জনস, সাদাকালো, আড়ং, বিবিয়ানা, দেশি দশ, কে ক্রাফটসহ নামিদামি ফ্যাশন হাউসগুলোতে পূজা উপলক্ষে বাহারি পোশাকের পসরা সাজানো হয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন ছাড়। ছেলেদের পাঞ্জাবিতে বাহারি ডিজাইন এনেছে ইনফিনিটি, জেনটেল পার্ক, মেনস ওয়ার্ল্ডসহ বিভিন্ন ফ্যাশন হাউস। কেনাকাটায় পিছিয়ে নেই শিশুরাও। বাড়ির সবচেয়ে ছোট সদস্যটির জন্য কেনাকাটা হয়েছে সবার আগে।

অঞ্জনসে শাড়ি দেখছিলেন সুমিতা দত্ত। তিনি বলেন, পূজাতে এবার প্রিন্ট করা হাতের কাজের শাড়ি খুঁজছি। যেখানে শরতের কাশ ফুল আর পুজোর বিভিন্ন অনুষঙ্গ থাকবে। এ ছাড়া সিল্কের আরেকটা শাড়ি কিনেছি। ছেলে আর তার বাবা নিয়েছে এক ধরনের পাঞ্জাবি। পরিবারের সবার কেনাকাটা আগেই শেষ। এখন শুধু আমার কিছু কসমেটিকস কেনা বাকি।

সর্বশেষ খবর