সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে অঘোষিত বাস ধর্মঘটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহন কাউন্টারে তালা লাগানোর প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আধাবেলা বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক গ্রুপের একটি পক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েন দক্ষিণ চট্টগ্রামের যাত্রীরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী। হানিফ পরিবহন সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নগরীর দামপাড়া এলাকায় হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে ভাঙচুর চালায় একদল যুবক। এরপর শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহন ও হানিফ সুপার কাউন্টারেও তালা লাগানো হয়। এর প্রতিবাদে পরিবহন মালিকদের একটি পক্ষ চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা গোলাম রসুল বলেন, হানিফ পরিবহন ও হানিফ সুপার পরিবহনের কাউন্টার তালা লাগিয়ে দেওয়ায় বাস চলাচল বন্ধ ছিল। পরে আমরা বিষয়টি মীমাংসা করি। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, একদল যুবক শনিবার হানিফ কাউন্টারে তালা লাগায় বলে খবর পাই। এর প্রতিবাদে মালিকদের একটি পক্ষ চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রাখে। গতকাল তাদের সঙ্গে আমরা বসে বিষয়টি মীমাংসা করি এবং ভবিষ্যতে এরকম তালা লাগানোর মতো ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর