সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্যারিকেড হটিয়ে বাম জোটের বিক্ষোভ

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের কঠোর ব্যারিকেড হটিয়ে দিয়ে গতকাল সচিবালয়ের গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা। এ সময় অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল দুপুরে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ে যেতে চাইলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জোটের কয়েকজন কর্মী সামান্য আহত হলেও কেউ গ্রেফতার হননি। সরকারের স্বৈরতান্ত্রিক দুঃশাসন-জুলুম-লুটপাটের প্রতিবাদে, বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এ সমাবেশ করে বাম জোট। এতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের বজরুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে দুপুর একটার দিকে জোটের পক্ষ থেকে মিছিল নিয়ে পল্টন হয়ে সচিবালয়ের সামনে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে পৃথক দুই স্থানে কঠোর ব্যারিকেড দিয়ে বাধা দেয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পরে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে বাধা পেয়ে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে বাম জোটের সমন্বয়ক সাইফুল হক আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতির কাছে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন। এর আগে ২৩ অক্টোবর সারা দেশে গণঅবস্থান কর্মসূচি করবে।

সর্বশেষ খবর