মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পুলিশের লাঠিচার্জ গুলি টিয়ার শেল, আহত ২০

বেতনের দাবি শ্রমিকদের

গাজীপুর প্রতিনিধি

বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার ইন্ট্রামেক্স পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে গতকাল বিকালে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ, গুলি, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে গাজীপুর সদর থানার এসআই বশির আহমেদ ও কারখানার কোয়ালিটি কন্ট্রোলার আবদুল আলিম হাতে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া কারখানার প্যাকিংম্যান মারফত আলী (২৫), আয়রনম্যান মোবারক হোসেন (৩০) লাঠিপেটা ও টিয়ার শেলে আহত হয়। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এএসপি মো. মকবুল হোসেন জানান, কারখানায় স্টাফদের ৫ মাসের এবং শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পাওনা রয়েছে। এ বেতনের দাবিতে শ্রমিক-কর্মচারীরা রবিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মবিরতি এবং বিক্ষোভ করে। পরদিন সোমবার সকালেও তারা কারখানায় গিয়ে একই দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ ২৪ অক্টোবর তাদের বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা তা না মেনে বিকালে আবারও বিক্ষোভ এবং কারখানায় ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

সর্বশেষ খবর