মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

লালন স্মরণোৎসব শুরু আজ

কুষ্টিয়া প্রতিনিধি

আজ মঙ্গলবার বাউল সম্রাট লালন শাহের ১২৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা। লালন একাডেমির আয়োজনে জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসব চলবে। ইতিমধ্যে একাডেমি ও প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। বাউলদের থাকা, খাওয়াসহ কোনো কিছুতেই যাতে কমতি না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্গাপূজা ও লালন উৎসব একই সঙ্গে হওয়ায় আইনশৃঙ্খলা যাতে ঠিক থাকে সে জন্য তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আর অনুষ্ঠানকে ঘিরে তিন দিনের গ্রামীণ মেলা বসানো হয়েছে। মেলায় প্রায় দুই শতাধিক স্টল ছাড়াও শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন রাইড বসানো হয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামে মরাকালি নদীর পাড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। সেখানে ইতিমধ্যে অনেক বাউল, সাধু আর সাধারণ দর্শনার্থীরা আসন গেড়েছেন। এ ছাড়াও একাডেমির নিচতলা ও সামনের চত্বরেও জায়গা করে নিয়েছেন লালন ভক্তরা। সব মিলিয়ে প্রায় ১০ হাজারের মতো বাউল, ফকির আর সাধুরা তিন দিন একাধারে অবস্থান করবেন আখড়ায়। এর বাইরে হাজার হাজার দর্শনার্থী আসবেন। শেষ দুই দিনে জমায়েত বেশি হবে বলে ধারণা করছেন আয়োজকরা। একাডেমির এডহক কমিটির সদস্য সেলিম হক জানান, ‘লালন একাডেমির পক্ষ থেকে আয়োজনের কমতি নেই। বাউলদের থাকা ও খাওয়ার জন্য সব ধরনের আয়োজন করা হয়েছে। পর্যাপ্ত টয়লেট ও বিশুদ্ধ খাবার পানিরও ব্যবস্থা করা হয়েছে। গতকাল সকালে প্রস্তুতি দেখতে মাঠে যান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তারা আখড়া ছাড়াও পুরো মাঠ ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, ‘লালন সব সময় সত্য অনুসন্ধান করেছেন। তিনি মানুষের সেবা করে গেছেন। তার গানেও এসব বিষয় প্রকাশ পায়। অনুষ্ঠানকে বর্ণিল করে তুলতে কোনো কিছুর ঘাটতি হবে না বলে জানান তিনি। জেলা প্রশাসক বলেন, লালনকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে হবে। পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ‘সবদিক মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে। একই সঙ্গে দুটি বড় উৎসব। প্রবেশ পথগুলোতে বিশেষ নজরদারি থাকবে। পাশাপাশি মাজারের অভ্যন্তরে তিন স্তরের নিরাপত্তাবলয় থাকবে।’ প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদর এমপি মাহবুব-উল আলম হানিফ। প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লালন গবেষক মো. শাহিনুর রহমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর