শিরোনাম
বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সারা দেশে সপ্তমী তিথি উদ্‌যাপিত

প্রতিদিন ডেস্ক

সারা দেশে সপ্তমী তিথি উদ্‌যাপিত

সারা দেশের মণ্ডপগুলোয় শারদীয় দুর্গাপূজার সপ্তমী তিথিতে অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তি কামনায় দেবীর চরণে গতকাল পুষ্পাঞ্জলি দিয়েছেন পূজারিরা। এ সময় বেলপাতা ও চন্দনমাখা ফুল হাতে নিয়ে সেই মন্ত্রে কণ্ঠ মেলান তারা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন— চট্টগ্রাম : বেলা ১১টা ৫৬ মিনিটে পূজা শেষে বিভিন্ন মণ্ডপে পুরোহিতের মন্ত্রোচ্চারণে দেওয়া হয় অঞ্জলি। বেলপাতা ও চন্দনমাখা ফুল হাতে নিয়ে সেই মন্ত্রে কণ্ঠ মেলান পূজারিরা। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন করা হয়। চট্টগ্রাম নগরের রামকৃষ্ণ মিশন, জে এম সেন হল, জামালখান কুসুমকুমারী স্কুল, রাজাপুর লেন, দেওয়ানজী পুকুরপাড়, হাজারী লেন, নবগ্রহবাড়ী, নন্দনকানন, লাভ লেন, চট্টেশ্বরী মন্দির, পাথরঘাটা, চকবাজার, চেরাগী পাহাড়, আগ্রাবাদের গোসাইলডাঙ্গা, পতেঙ্গা হিন্দুপাড়াসহ ২৫৫টি মণ্ডপে দুর্গাপূজা চলছে। এ ছাড়া অনেক পারিবারিক মন্দিরেও চলছে পূজা। সিলেট : সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিলেটের রামকৃষ্ণ মিশনসহ প্রতিটি মণ্ডপে ছিল পুণ্যার্থীর ভিড়। ছিল প্রসাদ বিতরণ, আরতি প্রদান ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন।

এবার সিলেট জেলার ১৩ উপজেলায় ৪৫৫ ও মহানগরে ৬৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বরিশাল : প্রতিটি মন্দিরে চলছে ঢাকের বাজনা, পূজা অর্চনা ও চণ্ডীপাঠ। এ বছর বরিশাল মহানগরে ৩৮টিসহ জেলার ১০ উপজেলায় ৬০১টি সর্বজনীন মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। রংপুর : জেলার বেশির ভাগ পূজামণ্ডপের সামনে বসেছে গ্রামীণ মেলা। এসব মেলায় প্লাস্টিকের পণ্য ছাড়াও লোহার তৈজসপত্র, স্টেশনারি, কাঠের তৈরি রকমারি খেলনা বিক্রি হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি মুসলমান নারী, পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ। রংপুর মহানগরের মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের সামনে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর সবচেয়ে বড় মেলা বসে। এখানে অন্যান্য পণ্যের চেয়ে বেশি বিক্রি হচ্ছে মাটির তৈরি হাঁড়ি-পাতিল, থালা-বাসন ও নানান রকমের খেলনা। খুলনা : জেলার ৯৭৩টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে; যা গত বছরের চেয়ে ২৯টি বেশি। মণ্ডপগুলোয় বিশাল তোরণের পাশাপাশি ব্যতিক্রমধর্মী আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বাজনার তালে তালে আরতি দিচ্ছেন পূজারিরা।

ময়মনসিংহ : বর্ণিল সাজে সজ্জিত দর্শনার্থী ও ভক্তদের আনাগোনায় উৎসবমুখর ছিল সপ্তমীর দিনটি। ছোট-বড় সবাই অংশ নেন পূজা অর্চনায়। সন্ধ্যার পর বিভিন্ন মণ্ডপে দর্শনার্থী ও ভক্তের ভিড় বাড়তে দেখা যায়।

আজ সকালে রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা। জেলায় এ বছর ৭৬৪ ও সদরে ১১৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহী : সকাল থেকে ভক্তরা ছোটেন মণ্ডপে মণ্ডপে। এবার মণ্ডপসজ্জায় বৈচিত্র্য দেখা গেছে নগরীজুড়ে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে মণ্ডপ সাজিয়ে সবার নজর কেড়েছে রানীবাজারের মণ্ডপটি। এবার জেলায় ৩৫৯ ও নগরীতে ৯৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

নোয়াখালী : এবার ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার উৎসব আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে এবার নানা থিমে মণ্ডপগুলো সাজানো হয়েছে। এসব দেখতে ভক্তের পাশাপাশি সব ধর্মের নানা বয়সী মানুষ ভিড় করছে। মণ্ডপে মণ্ডপে এবারের ভিন্নধর্মী আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা দেখে খুশি ভক্তরা।

টাঙ্গাইল : জেলার ১২ উপজেলায় ১ হাজার ১৯০টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপ রয়েছে ১৫৬টি, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ৪২৪টি ও সাধারণ মণ্ডপ ৬১০টি।

চট্টগ্রাম : বেলা ১১টা ৫৬ মিনিটে পূজা শেষে বিভিন্ন মণ্ডপে পুরোহিতের মন্ত্রোচ্চারণে দেওয়া হয় অঞ্জলি। বেলপাতা ও চন্দনমাখা ফুল হাতে নিয়ে সেই মন্ত্রে কণ্ঠ মেলান পূজারিরা। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন করা হয়।

চট্টগ্রাম নগরের রামকৃষ্ণ মিশন, জে এম সেন হল, জামালখান কুসুমকুমারী স্কুল, রাজাপুর লেন, দেওয়ানজী পুকুরপাড়, হাজারী লেন, নবগ্রহবাড়ী, নন্দনকানন, লাভ লেন, চট্টেশ্বরী মন্দির, পাথরঘাটা, চকবাজার, চেরাগী পাহাড়, আগ্রাবাদের গোসাইলডাঙ্গা, পতেঙ্গা হিন্দুপাড়াসহ ২৫৫টি মণ্ডপে দুর্গাপূজা চলছে। এ ছাড়া অনেক পারিবারিক মন্দিরেও চলছে পূজা।

সিলেট : সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিলেটের রামকৃষ্ণ মিশনসহ প্রতিটি মণ্ডপে ছিল পুণ্যার্থীর ভিড়। ছিল প্রসাদ বিতরণ, আরতি প্রদান ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন।

এবার সিলেট জেলার ১৩ উপজেলায় ৪৫৫ ও মহানগরে ৬৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বরিশাল : প্রতিটি মন্দিরে চলছে ঢাকের বাজনা, পূজা অর্চনা ও চণ্ডীপাঠ। এ বছর বরিশাল মহানগরে ৩৮টিসহ জেলার ১০ উপজেলায় ৬০১টি সর্বজনীন মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা।

রংপুর : জেলার বেশির ভাগ পূজামণ্ডপের সামনে বসেছে গ্রামীণ মেলা। এসব মেলায় প্লাস্টিকের পণ্য ছাড়াও লোহার তৈজসপত্র, স্টেশনারি, কাঠের তৈরি রকমারি খেলনা বিক্রি হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি মুসলমান নারী, পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ।

রংপুর মহানগরের মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের সামনে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর সবচেয়ে বড় মেলা বসে। এখানে অন্যান্য পণ্যের চেয়ে বেশি বিক্রি হচ্ছে মাটির তৈরি হাঁড়ি-পাতিল, থালা-বাসন ও নানান রকমের খেলনা।

খুলনা : জেলার ৯৭৩টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে; যা গত বছরের চেয়ে ২৯টি বেশি। মণ্ডপগুলোয় বিশাল তোরণের পাশাপাশি ব্যতিক্রমধর্মী আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বাজনার তালে তালে আরতি দিচ্ছেন পূজারিরা।

ময়মনসিংহ : বর্ণিল সাজে সজ্জিত দর্শনার্থী ও ভক্তদের আনাগোনায় উৎসবমুখর ছিল সপ্তমীর দিনটি। ছোট-বড় সবাই অংশ নেন পূজা অর্চনায়। সন্ধ্যার পর বিভিন্ন মণ্ডপে দর্শনার্থী ও ভক্তের ভিড় বাড়তে দেখা যায়। আজ সকালে রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা। জেলায় এ বছর ৭৬৪ ও সদরে ১১৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহী : সকাল থেকে ভক্তরা ছোটেন মণ্ডপে মণ্ডপে। এবার মণ্ডপসজ্জায় বৈচিত্র্য দেখা গেছে নগরীজুড়ে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে মণ্ডপ সাজিয়ে সবার নজর কেড়েছে রানীবাজারের মণ্ডপটি। এবার জেলায় ৩৫৯ ও নগরীতে ৯৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

নোয়াখালী : এবার ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার উৎসব আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে এবার নানা থিমে মণ্ডপগুলো সাজানো হয়েছে। এসব দেখতে ভক্তের পাশাপাশি সব ধর্মের নানা বয়সী মানুষ ভিড় করছে। মণ্ডপে মণ্ডপে এবারের ভিন্নধর্মী আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা দেখে খুশি ভক্তরা।

টাঙ্গাইল : জেলার ১২ উপজেলায় ১ হাজার ১৯০টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপ রয়েছে ১৫৬টি, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ৪২৪টি ও সাধারণ মণ্ডপ ৬১০টি।

সর্বশেষ খবর