বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ঢাকায় গতকাল বিশ্বকাপের ট্রফি হাতে মুশফিক —রোহেত রাজীব

বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়াতে এখনো সাত মাস বাকি। তার আগেই বিশ্বকাপ ট্রফি বের হয়ে পড়েছে বিশ্ব ভ্রমনে। সেই ভ্রমনে গতকাল ট্রফিটি পা রেখেছে ঢাকায়। থাকবে ৫দিন। বিশ্বকাপ ট্রফি এর আগেও বাংলাদেশে এসেছে। কিন্তু এবারই প্রথম বিশ্বকাপ ট্রফি নিয়ে উন্মাতাল ক্রিকেটপ্রেমীরা। গতকাল ট্রফিটি রাখা হয়েছিল মিরপুর একাডেমি ভবন চত্বরে। ট্রফিকে সামনে রেখে ফটোসেশন করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে ছোট্ট স্টেজে সবার আগে ট্রফিটি উন্মোচন করেন ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক মিনহাজুল আবেদীন নান্নু। সে সময় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন এতিম শিশু। সকাল ১১টা ১০ মিনিটে ট্রফিটি মিরপুরে আনা হয়। ট্রফিটি গ্রহণ করেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। ট্রফিটির জন্য একাডেমি ভবন সংলগ্ন একটি ছোট্ট মঞ্চ তৈরি করা হয়। সেখানে অনুশীলনের ফাঁকে ক্রিকেটাররা উপস্থিত হয়ে ফটোসেশনে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন না টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং দুই ইনজুরড ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এছাড়া বাকিরা সবাই উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচন করার পর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক নান্নু বলেন, ‘ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আশা করি বিশ্বকাপে আমরা ভালো ফল করবো। বিশ্বকাপ শব্দটাই অন্যরকম। আমার বিশ্বাস বিশ্বকাপে আমরা ভালো করবো।’

সর্বশেষ খবর