শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল রাখতে হবে

—মির্জ্জা আজিজ

ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল রাখতে হবে

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেছেন, নির্বাচন এলে দেশের অর্থনীতি সংকটের মধ্যে পড়ে যায়। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা, আশঙ্কার সৃষ্টি হয়। সারা দেশের পরিবহন চলাচলে যে আতঙ্ক তৈরি হয় তার জন্য অর্থনীতির চাকা থেমে যায়। সব ধরনের আর্থিক কর্মকাণ্ড থমকে যায়। এই পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলছে। এটা আমাদের প্রবৃদ্ধিকে গতিহীন করে। বর্তমান সরকারের শেষ সময়ে এসে আমরা যে রাজনৈতিক পরিস্থিতি দেখছি তাতে সহিংসতা না হলেও অনিশ্চয়তার মধ্যে রয়েছে মানুষ। কী হবে এটা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আছে। নির্বাচনকালীন দেশের ব্যবসা পরিবেশ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে গতকাল সন্ধ্যায় তিনি এ মন্তব্য তুলে ধরেন। মির্জ্জা আজিজ আরও বলেন, এর থেকে বের হওয়ার উপায় হচ্ছে, সরকারকে সমঝোতামূলক মনোভাব দেখাতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে একইভাবে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করতে হবে। কোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড আমাদের কারও জন্য শুভ নয়। তিনি বলেন, এখন পর্যন্ত সমঝোতামূলক আচরণ আমরা দেখছি না। সরকারের উচিত মানুষকে ভরসা দেওয়া যে, অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি আমরা হব না। সব রাজনৈতিক পক্ষের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করা উচিত।

সর্বশেষ খবর