শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাজনীতির আগে অর্থনীতি

—জামাল উদ্দিন আহমেদ

রাজনীতির আগে অর্থনীতি

অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতির আগে আমাদের চিন্তা করতে হবে অর্থনীতির কথা। দেশের উন্নয়ন, আর্থিক প্রবৃদ্ধি থমকে যায় এমন কোনো কর্মকাণ্ড না হোক আমরা সবাই চাই। প্রতি জাতীয় নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে অনির্বাচিত সরকার আসায় এই অনিশ্চয়তা তৈরি হতো। বর্তমানে কোনো অনির্বাচিত সরকার আসার সুযোগ নেই। ফলে আমি মনে করি, আগে যে ধরনের আতঙ্ক ছিল সেটা এখন নেই। আগামী নির্বাচনকে ঘিরে তেমন সম্ভাবনাও নেই। নির্বাচনীকালীন ব্যবসা পরিবেশ নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের প্রতিষ্ঠানগুলো চলে রুলস অব বিজনেসের ওপর নির্ভর করে। সেখানে বাংলাদেশ ব্যাংক বা এনবিআর তাদের কার্যাবলী রুলস অব বিজনেস মেনে করবে। তাতে অনিশ্চয়তার কিছু নেই। যারা মনে করছে বা আশঙ্কা করছে সারা দেশে এক ধরনের আতঙ্ক আছে আমি মনে করি এবার এমন কিছু ঘটবে না। তাই শিল্প মালিক, ব্যবসায়ীদের কর্মকাণ্ডে কোনো ঝুঁকির শঙ্কা নেই। সবাইকে মনে রাখতে হবে দেশের প্রবৃদ্ধির জন্য রাজনীতি। সবাইকে এটাই মানতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর