শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অগ্রযাত্রা অব্যাহত দেখতে চান ব্যবসায়ীরা

—শফিউল ইসলাম মহিউদ্দিন

অগ্রযাত্রা অব্যাহত দেখতে চান ব্যবসায়ীরা

এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত দেখতে চান ব্যবসায়ীরা। রাজনৈতিক কারণে কোনো ধরনের অনিশ্চয়তা, আতঙ্ক তৈরি হলে পুরো আর্থিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে আমরা দেখছি নির্বাচন এলে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়। এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। এই অগ্রযাত্রায় কোনো ধরনের বাধা এলে দেশের অর্থনীতি থমকে যাবে।’ নির্বাচনকালীন ব্যবসা পরিবেশ নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন। শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘২০১৩-১৪ সালে আমরা যে ধরনের সহিংস রাজনীতি দেখেছি তা কারও কাম্য নয়। তবে গত কয়েক বছরে আমার মনে হয়, রাজনীতির কিছু গুণগত পরিবর্তন হয়েছে। ওই সময়ের পরিস্থিতি এখন নেই। আমাদের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হয় এমন কোনো কর্মকাণ্ড সবাই পরিহার করবে এটাই ব্যবসায়ীরা চান। অর্থনীতির কথা চিন্তা করে রাজনীতির সব পক্ষ দেশের প্রতি নমনীয় আচরণ করবে— আমরা সবাই এটা আশা করি। সরকারের উচিত সহিংস রাজনীতি যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর থাকা। দেশের বিনিয়োগকারীদের সব ধরনের নিরাপত্তা দেওয়া।’

সর্বশেষ খবর