শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি পুলিশ কমিশনার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল পূজামণ্ডপ পরিদর্শন করেন আইজিপি জাবেদ পাটোয়ারী, জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মেদ ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া —বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মেদ ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল রাতে তারা পরিদর্শনে আসেন। এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন পূজা কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন বণিক। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আনন্দ ভাগাভাগি করলে বাড়ে। হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের ঢল নেমেছে পূজামণ্ডপে। এতেই অসাম্প্রদায়িক বাংলাদেশ আর সার্বজনীন পূজার মাহাত্ম্য। বিসর্জনের শোভাযাত্রায় সবাইকে শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দেন তিনি। জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মেদ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ছোট বেলা থেকেই গ্রামের দুর্গাপূজায় ভাইবোন সবাই মিলে যেতাম। শৈশবের অজস্র স্মৃতি জড়িয়ে আছে গ্রামের পূজাকে ঘিরে। তাই সে দিনগুলোকে খুঁজে পেতে সস্ত্রীক পূজামণ্ডপে আসা। এদিকে কলকাতার জলসিঁড়ি ইন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বসুন্ধরা সর্বজনীন পূজামণ্ডপকে রাজধানীর সেরা প্যান্ডেলের পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তন্ময়জ্যোতি মুখার্জি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে এ পুরস্কার তুলে দেন।

সর্বশেষ খবর