শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নতুন কৌশলে মাঠে নিষিদ্ধ হুজিবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ফের সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি)। অনেকটা নতুন কৌশলে সদস্য সংগ্রহ ও নিজেদের সংগঠিত করছে এ জঙ্গি সংগঠন।

জানা গেছে, নব  উদ্যমে কার্যক্রম পরিচালনার পেছনে রয়েছে হুজিবির কয়েকজন শীর্ষ নেতা। আর অর্থায়নের পেছনে রয়েছে বিদেশে পলাতক কয়েকজন সদস্য ও বিদেশি কয়েকটি সংস্থা। এরই মধ্যে হুজিবিসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর বিষয়ে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘হুজিবি যাতে সংগঠিত হতে না পারে সেদিকে নজরদারি রাখা হয়েছে। জঙ্গিরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকেও কড়া নজরদারি রাখা হয়েছে।’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘হুজিবি’র যেসব সদস্য জামিন পেয়ে বাইরে রয়েছে তাদের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হয়। এ ছাড়া বিগত সময়ে যেসব স্থানে হুজিবির শক্ত খাঁটি ছিল সেগুলোও নজরদারিতে রাখা হয়েছে।’ আরও জানা গেছে, চট্টগ্রামে নতুন করে হুজিবিকে সংগঠিত করার পেছনে নেপথ্যে ভূমিকা রাখছে এই সংগঠনের চার নেতা। তাদের সঙ্গে রয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। পাঁচজনের সহযোগী হিসেবে মাঠ পর্যায়ে রয়েছেন আরও সাতজন। যারা অতীতে কখনো হুজিবির গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেননি। চট্টগ্রামে হুজিবি নিজেদের সংগঠিত করতে নতুন কিছু কৌশল অবলম্বন করছে। তাদের এ কৌশলগুলোর মধ্যে রয়েছে সাপ্তাহিক ও মাসিক ইসলামী পাঠচক্র, সাহিত্য পাঠ এবং ‘দীনি আলোচনা’ নামে বিভিন্ন অনুষ্ঠান। তারা এসব পাঠচক্র ও আলোচনার কথা বলে মগজ ধোলাই করে সদস্য সংগ্রহ করছে। মগজ ধোলাই করার পর জিহাদে উদ্বুদ্ধ করে তাদের দেওয়া হচ্ছে সামরিক প্রশিক্ষণ। নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, হুজিবির নতুন করে তৎপরতার অর্থায়নের পেছনে রয়েছে বিদেশে পলাতক কিছু সদস্য এবং বিদেশি কয়েকটি সংস্থা। তারা হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে এসব অর্থ। বিদেশ থেকে পাঠানো অর্থেই চলছে গোপন সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ কার্যক্রম। এ ছাড়া বিদেশ থেকে আসা এসব অর্থ থেকে কারাবন্দী এবং নিহত হুজি সদস্যদের পরিবারকে নিয়মিতভাবে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর