শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারে অবরুদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ৬

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তুর অদূরে রোহিঙ্গাদের কার্যত বন্দী করে রাখা একটি ক্যাম্পে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই নারী। বৃহস্পতিবার মধ্যরাতে রোহিঙ্গাদের ভিড়ে ঠাসা এ ক্যাম্পে আগুন লাগে। মিয়ানমার ফায়ার সার্ভিস দাবি করেছে, ক্যাম্পের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ক্যাম্পটিতে ১ লাখ ২৯ হাজার রোহিঙ্গাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গত বছর মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে ৭ লাখ ২০ হাজার   রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পরই প্রকৃতপক্ষে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীর দৃষ্টি পড়ে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল মিয়ানমারের শীর্ষ সাতজন জেনারেলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে।

সর্বশেষ খবর