রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মইনুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান ৫৫ বিশিষ্ট সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক

দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ৫৫ জন বিশিষ্ট সাংবাদিক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘একাত্তর টেলিভিশনে ব্যারিস্টার মইনুল হোসেনকে একটি প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে তিনি মাসুদা ভাট্টিকে “চরিত্রহীন” বলে মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। কেবল সাংবাদিকসুলভ প্রশ্ন করায় কাউকে এ রকম ক্ষিপ্ত হয়ে “চরিত্রহীন” বলার এখতিয়ার কারও নেই। স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যম যখন বিভিন্নভাবে আক্রান্ত তখন রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে ব্যারিস্টার মইনুলের কাছ থেকে এ রকম আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার ক্ষুব্ধ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা ব্যারিস্টার মইনুল হোসেনের এই নিন্দনীয় আচরণে চরম ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে ব্যারিস্টার মইনুল হোসেনের এ বক্তব্য প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাই।’ বিবৃতি দেওয়া ৫৫ জন বিশিষ্ট সাংবাদিক হলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইটিভির এডিটর ইন চিফ অ্যান্ড সিইও মনজুরুল আহসান বুলবুল, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী, দ্য ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ইনডিপেনডেন্ট টেলিভিশনের এডিটর ইন চিফ ও প্রধান নির্বাহী শামসুর রহমান, জিটিভির এডিটর ইন চিফ ও প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, ডিবিসির প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী, সিনিয়র সাংবাদিক হারুন হাবীব, বাংলা ট্রিবিউন ডটকমের সম্পাদক জুলফিকার রাসেল, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, সিনিয়র সাংবাদিক রাশেদ চৌধুরী ও এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন।

এ ছাড়া আরও বিবৃতি দিয়েছেন এটিএন বাংলার হেড অব নিউজ ও নির্বাহী সম্পাদক জ ই মামুন, এটিএন নিউজের বার্তা ও অনুষ্ঠান প্রধান মুন্নী সাহা, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি, ডিবিসি নিউজের নবনিতা চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের যুগ্মসম্পাদক অসীম সাহা, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হোসেন, প্রথম আলোর যুগ্মসম্পাদক আনিসুল হক, দৈনিক সমকালের উপসম্পাদক আবু সাঈদ খান, দৈনিক আমাদের নতুন সময়ের যুগ্মসম্পাদক বিভুরঞ্জন সরকার, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক জাহিদ রেজা নূর, ডেইলি স্টারের ডেপুটি এডিটর ইনাম আহমেদ, প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন মাসুম, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, সাবেক মহাসচিব ওমর ফারুক, ভোরের কাগজের এডিটরিয়াল ইনচার্জ সালেক নাসিরুদ্দীন, জাতীয় প্রেস ক্লাবের যুগ্মসম্পাদক মো. আশরাফ আলী, ডিবিসি নিউজের প্রণব সাহা, এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন, ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, বাংলাভিশনের সিনিয়র এডিটর মাসুদ কামাল, সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, আরএসএফের বাংলাদেশ প্রতিনিধি সালিম সামাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর জাহিদ হোসেন, দৈনিক জাগরণের নির্বাহী সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক ইকবাল মোহাম্মদ খান, দৈনিক আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি আমান-উদ-দৌলা, এশিয়ান এজের প্রকাশক শোয়েব চৌধুরী, ডেইলি স্টারের চিফ নিউজ এডিটর সৈয়দ আশফাকুল হক, চ্যানেল নাইনের হেড অব নিউজ আমিনুর রশিদ, দেশ টিভির নির্বাহী সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, দৈনিক আমাদের অর্থনীতির উপসম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর