সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বিশেষ শুনানি বৃহস্পতিবার

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশেষ শুনানি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। গতকাল পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস জি ওয়েলসের এক বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ার। সেই হিসেবে আমরা তাদের কাছে রোহিঙ্গা ইস্যুতে একটি স্পেশাল ডিবেট অনুষ্ঠানের জন্য বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে, একটি স্পেশাল হিয়ারিং হবে। সম্ভবত এ মাসের ২৫ তারিখ। এটি নিয়ে আলাপ হয়েছে। এলিস কক্সবাজার সফর করবেন। তিনি আমার সঙ্গে বৈঠকে জানতে চেয়েছেন বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে কী আশা করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর