মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অবশেষে খাশোগি হত্যার স্বীকারোক্তি সৌদি আরবের

প্রতিদিন ডেস্ক

অবশেষে খাশোগি হত্যার স্বীকারোক্তি সৌদি আরবের

কন্স্যুলেটে ঢোকার পথে খাশোগি (উপরে)। তার পোশাক পরে বের হন আরেকজন (নিচে)। সিসি টিভির ছবি

সাংবাদিক জামাল খাশোগিকে যে হত্যা করা হয়েছিল, এবার সরাসরিই তা স্বীকার করেছে সৌদি আরব। দেশটির দাবি, দুর্বৃত্তরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর আগে বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে চাপিয়ে দিয়ে এড়িয়ে যেতে চাচ্ছিল সৌদি কর্তৃপক্ষ। কিন্তু বিশ্বের কেউ ওইসব ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন খাশোগিকে হত্যা করা হয়েছে। মূলত এই স্বীকারোত্তি এলো ঘটনার দুই সপ্তাহ পর। মার্কিন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর দাবি করেছেন, গোয়েন্দা সদস্যরা ‘ভুলবশত’ খাশোগিকে খুন করার পাশাপাশি ঘটনাটি আড়াল করতে চেয়েছেন। তিনি এটাও দাবি করেছেন এই খুনের ব্যাপারে যুবরাজ সালমান কিছুই জানেন না। তিনি বলেছেন, জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দায়ীদের সাজা দিতে সৌদি আরব বদ্ধপরিকর।  তার মন্তব্য, ‘এটা ভয়ানক ভুল ছিল’। সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার মন্তব্যে ঘটনাটি হত্যা বলেই বর্ণনা দেন। তিনি বলেন, ‘কী ঘটেছিল, এর সবকিছুই আমরা জানতে চাই। এ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে শাস্তি দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, ‘এ অভিযানটি ছিল নীতিবিবর্জিত এক অভিযান। কর্তৃপক্ষের নির্দেশ ও নিজেদের দায়বোধকে ছাপিয়ে গিয়ে এ অভিযান চালানো হয়েছে। কনস্যুলেটে জামাল খাশোগিকে হত্যা করে তারা ভুল তো করেছেই, আবার সে কথা তারা ধামাচাপা দিতে চেয়েছে।’ তিনি দাবি করেন, খাশোগির লাশ কোথায় আছে, তা তিনি জানেন না। সৌদির গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারাও এ হত্যাকাণ্ডের বিষয়ে জানতেন না। এ হত্যাকাণ্ড দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত হয়েছে। ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন সৌদির খ্যাতনামা সাংবাদিক খাশোগি। শুরু থেকে তুরস্ক দাবি করেছিল, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভিতর সৌদির চররা হত্যা করে লাশ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে কোথাও। গত বছর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতা নেওয়ার পর রোষানলে পড়েন খাশোগি। তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে চলে যান যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটন পোস্টে যুবরাজ মোহাম্মদের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লেখেন। অভিযোগ রয়েছে, যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে। সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সৌদি আরব বর্তমানে খাশোগির মৃত্যুর ঘটনায় তদন্ত করছে। তাকে হত্যায় জড়িত ১৮ ব্যক্তিকে যথাযথভাবে শাস্তি দেওয়া হবে।

সর্বশেষ খবর