বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বর্ণিল আয়োজনে ডেইলি সানের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক

বর্ণিল আয়োজনে ডেইলি সানের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান ও পরিচালক সাবরিনা সোবহান —বাংলাদেশ প্রতিদিন

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপন করা হলো ইংরেজি দৈনিক ডেইলি সানের অষ্টম বর্ষপূর্তি। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ডেইলি সান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলসহ শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানান। ডেইলি সান পরিবারের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের অন্যতম ইংরেজি দৈনিক হিসেবে ডেইলি সান পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সকালে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং তার সহধর্মিণী ও পরিচালক সাবরিনা সোবহান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভেরাসহ কয়েকটি দেশের কূটনীতিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সমপাদক ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান শিহাব, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার, নিউজটোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ। বিকল্পধারা সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজ্জা চৌধুরী, বিএনপি নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম চৌধুরী, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা ডেইলি সান কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান।জাপান, ভিয়েতনাম, সৌদি আরব, আরব আমিরাত, জার্মানিসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন অ্যাম্বাসির রাষ্ট্রদূত ও কর্মকর্তা ডেইলি সান কার্যালয়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন। বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ২০১০ সালের ২৪ অক্টোবর সত্য ও বস্তুনিষ্ঠ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করে ডেইলি সান।

সর্বশেষ খবর