বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সুলতানের সঙ্গে কী হয়েছিল সিলেটে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে সিলেটে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আলী হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর উপশহর পয়েন্টে এ ঘটনা ঘটে। নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলী হোসেনকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সঙ্গে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপশহর পয়েন্টে এসে পৌঁছান সুলতান মোহাম্মদ মনসুর। এ সময় সেখানে থাকা বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আলী হোসেন ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুরের পরিহিত মুজিব কোট টেনে খুলে নেওয়ার চেষ্টা করেন। ওই সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দেন। পরে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে স্ট্যাটাস দেন আলী হোসেন। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার ফোন দেওয়া হলেও আলী হোসেন রিসিভ করেননি। তবে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বিতর্কিত আলী হোসেনের দায় নিতে নারাজ। তিনি বলেন, ‘আলী হোসেন ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। তার সঙ্গে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। তার কর্মকাণ্ডের দায়ও আমরা নেব না।’

সর্বশেষ খবর