সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
চাকরিতে প্রবেশে বয়স ৩৫ দাবি

আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ আটক ৪

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় চার আন্দোলনকারীকে আটক করে পুলিশ। শনিবার দুপুর থেকে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের’ ব্যানারে দুই শতাধিক শিক্ষার্থী শাহবাগ অবরোধ করে আন্দোলন করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহবাগ মোড় অবরোধ করে গতকাল সকাল থেকে আবারও আন্দোলন শুরু করে চাকরি প্রত্যাশীরা। এ সময় তারা বয়স বৃদ্ধির দাবিতে নানা স্লোগান দেয়। অবরোধের কারণে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরে যেতে বলে। আন্দোলনকারীরা আপত্তি জানালে চারজনকে আটক করা হয় এবং অন্যদের সরিয়ে দেওয়া হয়। এরপর শাহবাগ হয়ে আবারও যান চলাচল শুরু হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, পুলিশ আমাদের মারধর করে তুলে দিয়েছে এবং ১৫ জন আন্দোলনকারীকে আটক করেছে। পুলিশের রমনা জোনের এডিসি আজিমুল হক সাংবাদিকদের বলেন, আমরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ উপায়ে নির্ধারিত স্থানে আন্দোলন করতে বলেছি। কিন্তু তারা শাহবাগ মোড় বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছিলেন। তাই পুলিশ তাদের সেখান থেকে তুলে দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর